নীলেশ দাস,আসানসোল:- আসানসোলের (Asansol) কাল্লা দোমানির রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।মঙ্গলবার তিনি এই পরিদর্শন করেছেন।জানা গিয়েছে এই রাস্তাটি রেলের অধীনে রয়েছে।
দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় ছিলো এরফলে সাধারণ মানুষদের যাতায়াত করতে অসুবিধা হতো।এমনকি বাস চলাচলে অসুবিধা হতো।তাই আসানসোল পৌরনিগমের তরফে রেলকে এই রাস্তাটি নির্মাণ করার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন জানানো হয়েছিলো।
আরো পড়ুন:- ধানবাদ ইসিএলের কুমারধুবি কোলিয়ারির খনিগর্ভে এখনও লুকিয়ে দুষ্কৃতীরা
শেষ পর্যন্ত রেলের তরফে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার পর আসানসোল পৌরনিগমের উদ্যোগে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে।এদিন এই কাজ কেমন হচ্ছে তা পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি এবং পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন।