Type Here to Get Search Results !

AIKKMS এর আহ্বানে কিষাণ সংগ্রাম সপ্তাহ পালন করা হল বর্ধমানের কার্জনগেট চত্বরে


নিজস্ব প্রতিনিধি,বর্ধমান :- বৃহৎ পুঁজির স্বার্থরক্ষাকারী, কৃষক বিরোধী তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল-২০২১ বাতিল এবং কৃষিপণ্যের নূন্যতম  সহায়ক মূল্যকে আইন সঙ্গত করার দাবিতে গত ২৬  অক্টোবর  দেশব্যাপী কিষাণ জাঠা ও ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর কিষাণ সংগ্রাম সপ্তাহ পালন করা হল বর্ধমানের কার্জনগেট (Burdwan Curzon gate) চত্বরে। 

সপ্তাহব্যাপী এই কর্মসূচি পূর্ব বর্ধমান জেলা AIKKMS এর আহ্বানে জেলার গ্রামগঞ্জ থেকে শহরতলীতে মিছিল করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে ।

AIKKMS এর জেলা সভাপতি অরবিন্দ সাহা জানিয়েছেন,কৃষি আইন নিয়ে ১১ মাস যেভাবে বিজেপি সরকারের কৃষক কালা আইনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে তাতে করে কৃষকদের পাশে AIKKMS  আছে ও থাকবে।

আরো পড়ুন:- ইসিএলের কুমারধুবি কোলিয়ারিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় উত্তেজনা কোলিয়ারি চত্বরে

এছাড়া তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনদিনই রাজ্যগুলো প্রতিবাদ করেননি,সুতরাং কৃষক ঐক্য সংগঠন লড়াই করে জয় নিশ্চিত করবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad