তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার (Kanksa) বামুনারায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন জনের একটি ডাকাত দল কে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। মঙ্গলবার ভোররাত্রে কাঁকসা থানা পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় অসংগতি দেখে তাদের আটক করে পুলিশ।
এরপর তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছের ধারালো অস্ত্র উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করা হয়। ধৃতরা হলেন বীরভূমের ইলামবাজারের বাসিন্দা শেখ ফয়জুল, কাঁকসার সেট পাড়ার বাসিন্দা রকি, এবং পানাগর বাজারের দক্ষিণ পাড়ার বাসিন্দা গোবিন্দ হালদার।
আরো পড়ুন:- পানাগড় ও কাঁকসায় প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৭৫০ জন কে ভ্যাকসিন দেওয়া হল
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা বামুনারা এলাকার কোন একটি কারখানায় ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল। পুলিশের সন্দেহ হয় পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করে।