নিজস্ব প্রতিনিধি:- 'ইলেকসেন হয়েছে কোথায়, ভোটিং হয়েছে কোথায়' বলে কটাক্ষ করলেন রাজ্যে বিজেপির (BJP) মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)।মঙ্গলবার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হয়।রাজ্যের শাসকদক তৃণমূল কংগ্রেস (TMC) চারটি কেন্দ্রেই জয় লাভ করে।
তৃণমূল কংগ্রেসের এই জয়কে কটাক্ষ করে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বলেন, 'ভোট তো হয় নি।রিগিং করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বুঝতে পারে নি।পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে রিগিং করেছে তৃণমূল।'
মঙ্গলবার দলীয় কর্মসূচিতে পূর্ব বর্ধমানের (East Bardhaman) মেমারিতে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।সেখানেই তিনি বিধানসভা উপনির্বাচন নিয়ে এই মন্তব্য করেন।