সোমনাথ মুখার্জী,অন্ডাল:- অন্ডাল ব্লক প্রশাসনের উদ্যোগে খানরা উদবর্তন বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য একেবারে আবাসিকদের কাছে এসে তাদের জন্য সরকারি পরিষেবা দেওয়ার কাজ শুরু করল।অন্ডাল বিডিও জানান বৃদ্ধ আবাসিকরা সরকারি কাজের জন্য যেতে পারবেন না আর তার জন্যই দুয়ারে সরকার স্কিমে তাদের কাছে এসে সরকারি পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে।
আজ এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের একধারে যেমন কোরোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে অন্য ধারে তাঁদের জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক এবং স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
আরো পড়ুন:- রানীগঞ্জে বেসরকারী কারখানায় ছাই চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
অন্যদিকে বৃদ্ধাশ্রমের আবাসিকরা এই সুবিধা পেয়ে তারা খুব খুশি এবং তারা স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার কেও ধন্যবাদ জানিয়েছেন।