নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:-দুর্গাপুরে ডঃ বিধান চন্দ্র রায় এভিনিউ রাস্তায় লরি ও ট্রেলার সহ একটি চারচাকা গাড়ি পর পর দুর্ঘটনার কবলে পড়ে শনিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিস ও মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিস। ঘটনায় তিনজন জখম হয়েছে।
পুলিস জখমদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পুলিস দুর্ঘনাগ্রস্থ গাড়ি গুলি আটক করে নিয়ে যায়। দুর্ঘটনার জেড়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ গাড়ি গুলি সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে ।
চার চাকার এক আরোহী জানান ট্রেলার টি নিয়ন্ত্রন হারিয়ে উল্টোদিক থেকে আসা প্রথমে একটি ট্রাকে ধাক্কামারার পর তাদের গাড়িতে ধাক্কা মারে ।কোনোক্রমে প্রানে বেঁচে গেছে বলে জানান। এই ঘটনায় তিন জন জখম হয়েছে। পুলিস এসে তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।পুলিস দুর্ঘনাগ্রস্থ গাড়ি গুলি আটক করেছে ।