শুভময় পাত্র,বোলপুর:- দক্ষিণ ভারত ভ্রমণের জন্য তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন চালাচ্ছে ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এণ্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড। ১৬ জানুয়ারি মুঙ্গের থেকে ছাড়বে এই ট্রেনটি।দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি,মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী, পুরি ভ্রমণ করবে৷ ১১ দিনের এই যাত্রা৷ এদিন বোলপুর স্টেশনে সাংবাদিক বৈঠক করেন আই আর সি টি সি কর্তৃপক্ষ।সমস্ত নিরামিষ খাবার পরিবেশন করা হবে এই ট্রেনে।
নতুন বছরে দক্ষিণ ভারত দর্শনের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল৷ তীর্থযাত্রী বিশেষ ট্রেনটি ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এণ্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে৷ প্রায় ৬০০ জন যাত্রী ১১ দিনের ভ্রমণে অংশ নিতে পারবেন৷ যাত্রী পিছু খরচ হবে ১০ হাজার ৩৯৫ টাকা৷ www.irctctourism.com এর মাধ্যমে অনলাইনে বুক করতে পারবেন যাত্রীরা৷
রেলের তরফে এই যাত্রার তথ্য জানার জন্য ৯০০২০৪০০১০ ও ৯০০২০৪০০৬৯ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ১৬ জানুয়ারি বিহারের মুঙ্গের থেকে ছাড়বে এই ট্রেনটি। ভাগলপুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, খড়্গপুর প্রভৃতি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি৷
এদিন বোলপুর স্টেশনে আই আর সি টি সি-র আধিকারিক দীপঙ্কক মান্না সাংবাদিক বৈঠক করেন৷ তিনি বলেন, 'যাত্রীদের সব করম সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে৷ প্রত্যেক যাত্রীর দুটি করে ভ্যাক্সিন নেওয়া থাকতে হবে৷ যাত্রী সুরক্ষার জন্য প্রতিটি কামরায় একজন করে সুপারভাইজার ও নিরাপত্তারক্ষী থাকবে৷