নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- কাগজে বিজ্ঞাপন দিয়ে পরিচারিকা নিয়োগ করে বিপত্তি। দম্পতিকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে দিয়ে অচৈতন্য করে সর্বস্ব লুট করে দুই মহিলা বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারী থানার সাতগাছিয়া জীবন ঠাকুর এলাকার ঘটনা।নিমাই ভট্টাচার্য ও শিক্ষিকা সোমা ঘোষ ভট্টাচার্য মেমারি থানায় অভিযোগ করেন।
ভট্টাচার্য দম্পত্তির অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নেমে বুধবার নদীয়ার কল্যাণী থেকে মেমারী থানার পুলিশ গ্রেপ্তার করে এক মহিলাকে। ধৃতের নাম নীলু দাস বৈরাগ্য।বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। একইসঙ্গে দ্বিতীয় মহিলার খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে।
গত ৭ নভেম্বর নদিয়ার চাকদহের কাঁঠালপুলির বাসিন্দা নিমাই ভট্টাচার্যের তার অসুস্থ স্ত্রীকে দেখভালের জন্য পরিচারিকা চেয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেন।কাগজে বিজ্ঞাপন দেখে গত ১২ নভেম্বর পরিচারিকার কাজ করতে হাজির একজন বৃদ্ধা ও একজন মাঝ বয়সী দুই মহিলা।
এরপর দম্পত্তির বিশ্বাসের সুযোগ নিয়ে রাতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে দু'জনকে অচৈতন্য করে সোনার গহনা ও মুল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে পালায় ওই দুই মহিলা। ১২ নভেম্বর ওই দুই মহিলা আসার পর রাত প্রায় ৮ টা নাগাদ শিউলিপাতার সঙ্গে তাঁদের কিছু খাওয়ানো হয়। এরপর তাঁরা অচৈতন্য হয়ে পড়েন।পরদিন ১৩ নভেম্বর সকালে তাদের চিকিৎসার জন্য প্রথমে সরকারি ও পরে বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তিনি মেমারী থানায় অভিযোগ দায়ের করেন।