নীলেশ দাস, আসানসোল:-ডাইনি প্রথাকে সমাপ্ত সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করলো আদিবাসী সেঙ্গেল অভিযান। আদিবাসী সেঙ্গেল অভিযানের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। পাশাপাশি এর প্রতিলিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে এবং আসানসোলের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
আরো পড়ুন:- আসানসোলের রবীন্দ্রভবনে শুরু হল স্বয়ংসিদ্ধা মেলা
আদিবাসী সেঙ্গেল অভিযান পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা বলেন যে আদিবাসী গ্রামে ডাইনি প্রথার নামে হিংসা, হত্যা ও প্রতারণা চলছে তা সমাপ্ত করতে হবে।আদিবাসী স্ব-শাসন প্রধানদের দায়িত্ব গঠন হোক, ডাইনি প্রথা নিবারণের জন্য সমন্বয় বৈঠক করতে হবে, আদিবাসী গ্রাম সমাজে সংস্কার করা সহ ৫ দফা দাবিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে এই স্মারকলিপি প্রদান করা হয়।