ওয়েবডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ আধিকারিকদের সাথে দেশে কোভিড পরিস্থিতি এবং টিকাদান অভিযানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এবং নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভি কে পল উপস্থিত রয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট‘ওমিক্রন’নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কি করনীয় তা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মোদি।শনিবার সকালে স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। ভাইরাসের ভয়াবহতা ও এই ভ্যারিয়েন্ট যেন ভারতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে ।নতুন ভ্যারিয়েন্ট ছাড়াও দেশের টিকাদান এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে।
করোনার নতুন ধরনের বিষয়ে ইতোমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন ভ্যারিয়েন্ট যে সব দেশে পাওয়া গেছে, সেখান থেকে কোনও ব্যক্তি বা পর্যটক এলে তাদের উপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই আফ্রিকার আটটি দেশ থেকে বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছে আমেরিকা। ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট নিষিদ্ধ করতে সম্মত হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)ভ্যারিয়েন্ট টি কে উদ্বেগজনক বলে মনে করেছে ।শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠক ডাকে। বৈঠকে নতুন ভেরিয়েন্টটির নামকরণ করা হয়।
ডব্লিউএইচ’র এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। এটার নতুন নাম দেওয়া হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে হাতে আসা তথ্য বলছে, এই ভেরিয়েন্টটির মাধ্যমে করোনার সংক্রমণ নতুন করে বিস্তারের ঝুঁকি রয়েছে।নতুন শনাক্ত হওয়া ভেরিয়েন্টটির নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরো পড়ুন:- পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি সহপাঠী, অভিযোগ জানাতে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র, ভাইরাল ভিডিও
ভেরিয়েন্টটির সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কিনা তা এ সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার ওপর কোনো প্রভাব আসবে কিনা তা জানার চেষ্টা করা হবে।