Type Here to Get Search Results !

পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি সহপাঠী, অভিযোগ জানাতে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র, ভাইরাল ভিডিও



ওয়েব ডেস্ক :- থানায় তো প্রতিদিনই নানা বয়সী মানুষ আসে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে। কিন্তু প্রাইমারি স্কুলের এক ছাত্র যে অভিযোগ নিয়ে থানায় এসেছে তাতে পুলিশ সদস্যরা একদম অবাক হয়ে গেছেন।শুক্রবার অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলায় এই ঘটনা ঘটে। প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের পেন্সিল তার এক সহপাঠী নিয়ে আর ফেরত দেয়নি। বিচার পেতে রীতিমতো থানায় গিয়ে পুলিশে অভিযোগ করেছে ওই ছাত্র।  এমনকি এই নিয়ে থানায় মামলাও করেতে চেয়েছে সে!

অন্ধ্রপ্রদেশ পুলিশ অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে , প্রাথমিক বিদ্যালয়ের একদল শিশু তাদের সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কুর্নুল জেলার পেদা কাদুবুরু থানায় যোগাযোগ করেছে৷ ভিডিও ক্লিপে, চেক শার্ট পরা একটি শিশু তার ক্লাসের একটি শিশুর দিকে ইশারা করে বলছে যে সে বেশ কয়েকদিন ধরে তার পেন্সিল নিয়ে নিচ্ছে এবং ফেরত দিচ্ছে না । বিরক্ত হয়ে সে এখন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।পুলিশকে ধৈর্য ধরে শিশুর অভিযোগ শুনতে দেখা যায়। 

শিশুটি রিপোর্ট করার জন্য জোর করলে পুলিশ সদস্যরা তাকে আবার ভাবতে বলেন।পুলিশ তাকে বলে যে সে যদি তার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তাকে জেলে পাঠানো হবে এবং তাতে তার বন্ধুর অনেক অসুবিধা হবে। এর পর পুলিশ সমঝোতার চেষ্টা করলে এবং করমর্দন করতে বললে অন্যান্য শিশুরাও হাসিতে ফেটে পড়ে।করমর্দনের পরও ছেলেটি মামলা করার জন্য এবং তার বাবা-মাকে ফোন করার জন্য জোর করে । তবে পুলিশ তাকে আবারও আশ্বস্ত করেন যে তার বন্ধ আর তার পেন্সিল নেবে না। পুলিশ অপর ছাত্রকে ভালোভাবে পড়াশোনা করতে বলেন । এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, একদল খুদে শিক্ষার্থী পেন্সিল হারিয়ে থানায় এসে লিখিত অভিযোগ করতে চাইতে  দায়িত্বরত পুলিশ সদস্যরা তাজ্জব বনে যান।  কুর্নুলের পেদাকাদুবুরু থানায় এক প্রাইমারি স্কুলের ছাত্র তার সহপাঠীদের সঙ্গে এসে পুলিশের কাছে তাদের ‘পেন্সিল সমস্যা’ সমাধান করে দেওয়ার অনুরোধ জানান।শিশুটি পুলিশের কাছে অভিযোগ করছে যে, তার এক সহপাঠী তার কাছ থেকে পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি। তখন পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন যে এ ব্যাপারে পুলিশ কী করবে। তখন ছেলেটি ঝটপট উত্তর দেয়, ওই সহপাঠীর বিরুদ্ধে একটা মামলা করা উচিত। পুলিশকে অবশ্য দুজনের মধ্যে মিটমাট করে দেয়। 

অন্ধ্র প্রদেশ পুলিশ তাদের টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে। টুইটারে পুলিশ জানিয়েছে,'প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও রাজ্যের পুলিশকে বিশ্বাস করে। জনগণকে আস্থা ও ভরসা দেওয়ার ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও  দাবি করে পুলিশ।'  

আরো পড়ুন:- দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্টে হদিশ মেলায় উদ্বিগ্ন ভারত, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিশুদের এত সহজে পুলিশের সাথে যোগাযোগ করতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন এবং তাদের সচেতনতার জন্য তাদের সাধুবাদ  জানান। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad