বৈঠকের শেষ কমিশনার বিজয় ভারতী ও সভাধিপতিরা সিদ্ধান্তগুলি জানান। তারা জানান, এবারে অতিবৃষ্টি হলেও কিছুটা জল গতবারের তুলনায় কম আছে। তবে সেটার জন্য তেমন অসুবিধা হবার কথা নয়। তারা জানান,এই মরশুমের জন্য রবিচাষের জন্য ৫০ হাজার একর জমিতে জল পাওয়া যাবে।
বোরো চাষের জন্য এক লক্ষ তিরিশ হাজার নশো একুশ একর জমিতে জল দেওয়া হবে। জলের পরিমাণ তিন লাখ তিরিশ হাজার কিউসেক।রবির জন্য জল ছাড়া হবে ৩১ শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ২০২২ অবধি।
আরো পড়ুন:- আউশগ্রামের শিবদা গ্রামে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি মাটির বাড়ি
অন্যদিকে বোরো চাষে জল মিলবে আগামী বছরের ২৭ শে জানুয়ারি থেকে। এপ্রিলের শেষ অবধি বোরো চাষে জল দেওয়া হবে।বিস্তারিত ভাবে সব জেলার খুঁটিনাটি নিয়ে কথা হয়েছে এ দিনের এই বৈঠকে। জানা গেছে আগামীদিনে এই বিষয়ে আবারো বৈঠক হতে পারে।