নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েগেল একটি মাটির বাড়ি।রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা গ্রামে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।আগুনে খড়ের চালের মাটির দোতলা বাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
রবিবার সন্ধ্যায় শিবদা গ্রামের বাসিন্দা তাপস ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে আচমকা আগুন লাগা দেখেই প্রত্যেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।
বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশিরাও ছুটে আসেন।আগুন নেভাবার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকলকে।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক অনুমান প্রদীপ থেকে আগুন লেগেছে।
আরো পড়ুন:- কাঁকসায় অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সভা
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে গোটা বাড়ি এবং বাড়ির ভিতরের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান বাড়ির মালিক ।