তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সভা অনুষ্ঠিত হলো কাঁকসার বিলপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে।অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা জানিয়েছেন আজ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সভাপতি মমতা বালা ঠাকুর এর নির্দেশে তারা এই সভার আয়োজন করেছিলেন।
এদিনের এই সভা থেকে কাঁকসা ব্লকে কমিটি গঠন করা হয়। এতদিন কমিটি গঠন না হওয়ার ফলে মতুয়া মহাসঙ্ঘের যে সমস্ত কর্মসূচি গুলি রয়েছে সেগুলি গ্রহণ করা যাচ্ছিল না। কমিটি গঠন হওয়ার ফলে আগামী দিনে মতুয়া সংঘের যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে বা নির্দেশ আসবে সেগুলো কমিটির মাধ্যমে কর্মসূচি সফল করা হবে বলে জানান তারা।
এছাড়াও মতুয়া মহাসঙ্ঘের ওয়েলফেয়ার বোর্ড থেকে যে সমস্ত সুযোগ সুবিধা গুলি প্রদান করা হয় সেগুলি মতুয়া সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কমিটি গঠন হওয়ার ফলে।
আরো পড়ুন:- কাঁকসার জঙ্গল মহলের গুরুত্বপুর্ণ রাস্তায় সেচ দপ্তরের সেতুতে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত
এদিন সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি জগদীশ গোঁসাই, সহ-সম্পাদক আনন্দ বিশ্বাস, সহ সদ্য দায়িত্ব পাওয়া কাঁকসা ব্লকে সভাপতি সুবোধ মণ্ডল,সম্পাদক প্রদীপ বালা সহ অন্যান্যরা।