তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত দুদিন ধরে নিমচাপের পর সোমবার থেকে নিম্নচাপ কিছুটা কম হলেও সমস্যায় পড়েছেন কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরের বাসিন্দারা।গত দু দিনের নিম্নচাপের ফলে কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরের সমস্ত ধানের জমিতে বৃষ্টির জল জমে যাওয়ায় একদিকে যেমন পাকা ধান কাটতে সমস্যা হোচ্ছে তেমন যে সমস্ত মাঠে ধান কাটা পড়ে আছে সেই সমস্ত মাঠের ধান জলে ডুবে নষ্ট হয়ে গেছে। বুধবার সকাল থেকে মাঠের জল বার করে অবশিষ্ট ধান বাঁচানোর মরিয়া চেষ্টা চালান কৃষকরা।
মংলা বাগদি নামের এক কৃষক জানান প্রতিবছর ধান ওঠানোর পর তারা আলু,সরষে,গম চাষ করতেন কিন্তু বৃষ্টির জল জমে থাকায় এখনো ধান কাটা সম্ভব হয় নি।কয়েক হাজার চাষি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় কৃষক মনোহর বাগদি বলেন জমিতে যে পরিমানে জল জমে রয়েছে তাতে মাঠে ধান কাটার মেশিন নামানো সম্ভব নয়।তার উপরে খরচ করে ধান কেটেও কোনো লাভ নেই কারণ অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে।প্রাকৃতিক দুর্যোগের পরেও প্রশাসনের আধিকারিকদের ও স্থানীয় বিধায়কের দেখা মেলে নি।
আরো পড়ুন:- বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ
যদিও কাঁকসার তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা গ্রাম পঞ্চায়েত সদস্য দেবদাস বক্সী জানিয়েছেন। কৃষকদের যে পরিমান ক্ষতি হয়েছে সেই ক্ষতির বিষয়ে তারা কৃষকদের পাশে আছেন।প্রশাসনিক ভাবে ক্ষতিপূরণের বিষয়ে সরকারের কাছে তারা আবেদন করবেন।সেই সঙ্গে চাষিদের কাছে তিনি আবেদন করেন যে BDO এর কাছে লিখিত ভাবে তাদের ক্ষতির কথা জানাতে।তারা কৃষকদের পাশে আছেন।