তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসার ২নম্বর কলোনী থেকে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে কাঁকসার দু নম্বর কলোনিতে বিজয় দাস নামের ওই ব্যক্তি বেআইনি ভাবে মদ বিক্রি করতো।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ২৩বোতল দেশি মদের বোতল সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
এর আগেও কাঁকসার বিভিন্ন এলাকা থেকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করে একাধিক জনকে।বেআইনি মদ বিক্রি রুখতে লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।