সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারির ময়দানে অনুষ্ঠিত হচ্ছে একদিনের মহিলা কবাডি প্রতিযোগিতা। এই কবাডি প্রতিযোগিতায় মোট চৌদ্দ টি দল অংশ গ্রহণ করেছে। দিবা রাত্রির এই কবাডি প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী।বিধানসভা অধিবেশন চলার দরুণ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রতিযোগিতায় উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।
অনুভা দেবী জানান,মহিলারা বিভিন্নভাবে এখন সবকিছুতেই এগিয়ে আসছেন এবং যে ভাবে কবাডি খেলায় অংশগ্রহণ করেছেন তা প্রশংসার যোগ্য। তিনি জানান এলাকার খেলার মান উন্নত করতে এবং মহিলাদের আরও অগ্রগতির স্বার্থে তাঁর তরফে যা করবার তিনি করবেন।
আরো পড়ুন:- নিম্নচাপের প্রভাব কমতেই মাঠের জল বার করে অবশিষ্ট ধান বাঁচানোর মরিয়া চেষ্টা কৃষকদের
করোনার জন্য কারণে দীর্ঘদিন খেলাধুলা একপ্রকার বন্ধই ছিল।বর্তমানে করোনা পরিস্থিতি একটু শিথিল হওয়ায় খেলার মাঠে খেলোয়াড়দের আবার দেখা যাচ্ছে।দীর্ঘদিন পর এলাকায় এ ধরনের মহিলা কবাডি প্রতিযোগিতা দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।