নিজস্ব প্রতিনিধি:- রবিবার দুর্গাপুর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় সরকারের প্রকল্প 'ই-শ্রম' কার্ডের জন্য বিনামূল্যে ক্যাম্প করলো সিআইটিইউ শ্রমিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা । স্থানীয় বহু অস্থায়ী শ্রমিক এদিন ওই ক্যাম্পে পরিসেবা গ্রহন করে উপকৃত হয়।
শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প সাধারণ মানুষের জন্য। সেই প্রকল্প গুলিতে থেকে সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য সিআইটিইউ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় এদিন।
পশ্চিম বর্ধমানের সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, কেন্দ্রীয় সরকারের ই-শ্রম প্রকল্প। এই প্রকল্পে নাম নথিভুক্ত করা হচ্ছে ই-শ্রম পোর্টালের মাধ্যমে। এই প্রকল্পে যে সব শ্রমিকদের ইএসআই, পিএফ নেই তাঁর নাম নথিভুক্ত করতে পারেন।
এবং ১৮ থেকে ৫৯ বছর বয়সের মানুষ এই প্রকল্পের উপভোক্তা হবেন। এই কার্ড থাকলে প্রথম শ্রমিক হিসেবে নথিভুক্ত হতে পারবেন। দুর্ঘটনাজনিত বিমা পাবেন। শহর ও গ্রাম এলাকায় সরকারি আবাসন পাবেন। এছাড়াও একাধিক বিষয়ে সরকারি অনুদান পাওয়ার সুযোগ সুবিধা পাওয়া যাবে।
কোনও সরকারি প্রকল্প কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প করা হয়। আমাদের কর্তব্য সেই প্রকল্পের টাকা যাতে নয়ছয় না হয়। জনগণের কাছে যায়। তাই আমরা এই উদ্যোগ নিয়ে নেমেছি বলে জানান তিনি।