নিজস্ব প্রতিনিধি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম সঞ্জিত মুর্মু।বাড়ি পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরে।
গত ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওর কমেন্ট বক্সে একটি কুরুচিকর মন্তব্য করে সঞ্জিত মুর্মু।
২০ নভেম্বর মেমোরির আমাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পা দাস মেমারি থানার ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদপুর থেকে মেমারি থানার পুলিশ সঞ্জিতকে গ্রেপ্তার করে।রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়।