সোমনাথ মুখার্জি পাণ্ডবেশ্বর :- রবিবার পান্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বরের রেলস্টেশন ময়দানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান । এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়, এছাড়াও ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ ।
আজকের এই সভায় জেলা সভাপতি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন ' ,এমন এক সরকার কেন্দ্রে চলছে যে তারা সবকিছুই বিক্রি করতে বসেছেন । রেল বিক্রি হয়েছে, সড়ক বিক্রি হচ্ছে এক দিন এমন আসবে যে আমরাই কবে বিক্রি হয়ে যাব কেউ বুঝতেই পারব না ।' এভাবেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তাদের থেকে মানুষকে সতর্ক থাকতে বলেন ।
আজ ত্রিপুরায় পদযাত্রায় তৃণমূল রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল পাণ্ডবেশ্বরে যুব তৃণমূলের তরফ থেকে ধিক্কার মিছিল বের করা হবে। এমনটাই জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । এবং আগামী ২৬ নভেম্বর কৃষি বিল নিয়ে পাণ্ডবেশ্বর এলাকায় মিষ্টি বিতরণ এবং মোদির কুশপুতুল পোড়ানোর পোড়ানোর কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের ।