নীলেশ দাস, আসানসোল:- ছট পূজা সর্বদয় সেবা সমিতির পক্ষ থেকে মহা ছট পর্ব পালিত হলো আসানসোলের দক্ষিণ বিধানসভা এলাকার ফতেপুর গ্রামে। নিষ্ঠার সাথে পালিত হলো ছট পুজো। পাশাপাশি আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এদিন ছট ঘাটের পরিদর্শন করে যান।
বুধবার বিকেলে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রথম অর্ঘ্য সম্পন্ন হয়। তার পরের দিন বৃহস্পতিবার ভৌরে শেষে অর্ঘ্য নিবেদনের পরেই শেষ হয় এইবছরের ছট পুজো। এদিন বিশিষ্ট সহ্যিতিক এবং গ্রামবাসী মনোজ মাজি জানান,এই পুজো একটা ঐতিহ্যবাহী পুজো এই ফতেপুর গ্রামের এই পুজোকে ঘিরে একটা উৎসব মুখর হয়ে থাকে এই গ্রামের আশেপাশের এলাকার মানুষরা।
তবে এই ছট পুজো আমরা খুবিই নিষ্ঠার সাথে পালন করি,ধর্ম জার জার উৎসব সবার বলেই জানান তিনি। এদিন ছট পূজা কমিটির উদ্যোগে ছট ব্রতীদের মধ্যে দুধ ও ধুপ বিতরণ করা হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য চন্দন ঠাকুরও ছোট্ট পাসোওয়ান।