তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত অক্টোবর মাসের 24 তারিখে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে ডাকাতির ঘটনায় ধৃত ফিরোজ শেখ ও জ্যোৎস্না দাস কে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।
গত 24 শে অক্টোবর কাঁকসার ত্রিলোক চন্দ্র পুরে স্বর্ণ ব্যবসায়ীর হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে ব্যাগভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতের দল।
ঘটনার এক সপ্তাহ পরে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় ধরা পড়ে ওই ডাকাতদল। মুর্শিদাবাদ জেলা পুলিশ এরপর ওই ডাকাত দলটিকে কাঁকসা থানা পুলিশের হাতে তুলে দেয়।
ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।পুলিশি হেফাজতের পর আজ ফের ওই দুইজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।