নীলেশ দাস, আসানসোল :-বার্নপুরে বাস স্ট্যান্ডের রাস্তায় টোটো চলাচল করতে বাধা দিচ্ছে বাস কর্মীদের একাংশ।বৃহস্পতিবার একথা জানান আসানসোলের বার্নপুরের টোটো চালকরা।এরফলে টোটোর যাত্রীরা চরম হয়রানির স্বীকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জানা গিয়েছে বুধবার বার্নপুরের বাস স্ট্যান্ডের সামনে যাত্রী তোলা নিয়ে বাস কর্মী ও টোটো চালকের মধ্যে বচসা ও মারামারির ঘটনা ঘটেছিলো।টোটো চালকদের অভিযোগ এই ঘটনার পর এদিন সমস্ত টোটো গুলোকে বার্নপুর বাস স্ট্যান্ডের সামনের রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না।
বাস কর্মীদের একাংশ এই বাধা দিচ্ছে।এরফলে যাত্রী থেকে টোটো চালকরা সম্যসায় পড়েছেন।যদিও এই প্রসঙ্গে বার্নপুরের INTTUC নেতা মহম্মদ সামি খান বলেন বার্নপুর বাসস্ট্যান্ডের মেন রাস্তা দিয়ে টোটো চলবে না।অন্য রুটে টোটো চলাচল করুক বলে জানান।