নীলেশ দাস, আসানসোল:-ডাকঘরের মাধ্যমে গঙ্গাজল (Ganges water) বিক্রিতে শীর্ষে আসানসোল মুখ্য ডাকঘর (asansol head post office)।বৃহস্পতিবার একথা জানান আসানসোল মুখ্য ডাকঘরের সিনিয়র পোস্ট মাস্টার সন্দীপ মন্ডল।
এই আর্থিক বর্ষে প্রায় 2 হাজার বোতল গঙ্গাজল (Ganges water) বিক্রি হয়েছে।জানা গিয়েছে 250 মিলি মিটার এই গঙ্গাজল সংগ্রহ করতে খরচ হচ্ছে 30 টাকা।এই গঙ্গাজল বিক্রির জন্য মুখ্য ডাকঘরে পৃথক একটি কাউন্টারও করা হয়েছে।
প্রসঙ্গত ঠাকুর ঘরে গঙ্গাজলের উপস্থিতি বাঙালির চিরন্তন নীতি।তবে হাতের কাছে যদি হিমালয়ের গঙ্গাজল (Himalayan Ganges Water) মেলে তাহলে যে কোনও ভক্তই তা নেওয়ার জন্য উদগ্রীব থাকবেন।তাই আসানসোলের মুখ্য ডাকঘরে (asansol head post office) এই গঙ্গাজল কিনতে মানুষের উৎসাহ দেখা গেল।