নীলেশ দাস, আসানসোল :-আসানসোলের মহিশীলার অরবিন্দ পল্লীর ছাত্রের শিল্প কর্মকে বাঁচিয়ে সরকারি সাহায্যের আবেদন আর্জি জানান ওই ছাত্র।বৃহস্পতিবার নবম শ্রেণীর ছাত্র অপূর্ব দত্ত এই আর্জি জানিয়েছেন।
জানা গিয়েছে মহিশীলা বয়েস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র অপূর্ব দত্ত শুকনো পাতার উপর রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি তৈরি করেছেন।
এর পাশাপাশি পেনসিল ও চক নিয়ে বিভিন্ন কারুকার্য তৈরি করেছে।কিন্তু এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এবার সরকারি সাহায্যের আবেদনের আর্জি জানান নবম শ্রেণীর ছাত্র অপূর্ব দত্ত।