ওয়েব ডেস্ক :- কিং খানের জন্মদিনে সোমবার রাত থেকেই মন্নতের বাইরে জমায়েত হয়েছিলেন ফ্যানেরা। প্রতি বছরের মতো এবারেও শাহরুখ খানের জন্মদিনের আগে গোটা মন্নত সেজে উঠেছে আলোয়।৫৬ বছর পূর্ণ করলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan Birthday)।
ঘড়ির কাটায় ১২ টা বাজতেই হাততালি দিয়ে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারা। এদিকে, মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খানের জামিন পাওয়ার পর চলতি বছর জন্মদিনটা অভিনেতার জন্য একটু বেশি স্পেশাল মনে করছেন ফ্যানেদের একাংশ।
আরো পড়ুন :- পানাগড় স্টেশন রোডে একটি সোনার দোকানের গোডাউনে সাটার ভেঙে চুরির চেষ্টা
এবারও শাহরুখের জন্মদিনে তাঁর ছবিতে সেজে উঠেছে বিশ্বের দীর্ঘতম ইমারত বুর্জ খলিফা। কিং খানের সিনেমার গানের মধ্যে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় বলিউড বাদশাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী-বন্ধু থেকে একাধিক তারকারা। বিশেষ দিনে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, ম্রুণাল ঠাকুর, সিমি গারেওয়াল, রাহুল দেবরা।