তনুশ্রী চৌধুরী, পানাগড়:- পানাগড় (Panagarh)স্টেশন রোডে নিউ মার্কেটের দো'তলায় একটি সোনার দোকানে (Gold jewellery shop) গোডাউনে সাটার ভেঙে চুরির চেষ্টা। গোডাউনে তেমন কিছু না থাকায় কিছুই চুরি করতে পারে নি।
দোকান মালিক তারক দত্ত জানান সকালে এসে দেখেন গোডাউনের সাটার ভাঙা। তার পর পুলিশ কে খবর দেন। তিনি জানান এই গোডাউন-এ সোনার দোকানের কারিগরা কাজ করেন। তিনি আরো বলেন কয়েক দিন আগেই কাঁকসায় তাঁর ভাই এর সোনার দোকানে (Gold Shop) ডাকাতির ঘটনা ঘটে।
প্রসঙ্গত ,দত্ত জুয়েলার্স নামের ওই সোনার দোকানের মালিকের বড় ভাইয়ের দোকানে গত এক সপ্তাহ আগে কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরে সোনার দোকানে ডাকাতি হয়।ফের তাদেরই অপর ভাইয়ের দোকানের গোডাউনে চুরির চেষ্টায় আতঙ্কিত পানাগড়ের স্বর্ণ ব্যবসায়ীরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।