নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- শুত্রুবার বর্ধমানের সাধনপুরের সরকারি আবাসনে তিনটি বন্ধ ফ্ল্যাটে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রবিবার সকালে আরো দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা সামনে এলো। আর এর পরই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন সাধনপুর সরকারি আবাসনের বাসিন্দারা। আবাসনের ডি ১ (D-1)ব্লকে অমিত গিরি নামে একজনের বাড়িতে চুরি হয়। তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার জুনিয়র টাউন প্ল্যানার পদে রয়েছেন৷ তিনি শুক্রবার রাতে কলকাতার মহেশতলায় নিজের বাড়ি গিয়েছিলেন। রবিবার সকালে প্রতিবেশীরা দেখেন অমিতবাবুর বাড়ির দরজা ভাঙা।
খবর পেয়ে রবিবার সকালেই বর্ধমান ফিরে আসেন অমিতবাবু। এসে দেখেন বারান্দার দিকে দরজা ভেঙে ভিতরে ঢুকে দুস্কৃতিরা লুটপাট চালিয়েছে। আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও সোনাদানা চুরি করে নিয়ে গেছে। অমিতবাবু বলেন, সব মিলিয়ে তার লক্ষাধিক টাকার চুরি হয়েছে। অন্যদিকে, আর ৩ (R-3)ব্লকেও একটি বাড়িতে চুরির চেষ্টা হয়। বাড়ির মালিক ট্রেজারী অফিসার ভরত মন্ডল বিরাটিতে ছিলেন। দ্বিতীয় তলার তার বাড়ির বারান্দার দরজার ভাঙা হয়। কিন্তু তার বাড়িতে চুরি হয়নি বলেই তার দাবী।
আরো পড়ুন:- কুমারডিহির বি কোলিয়ারির উদ্যোগে ক্ষতিগ্রস্ত আবাসন ভাঙার কাজ শুরু হল
রবিবার সকালে নতুন করে দুটি ফ্ল্যাটের দরজা ভাঙ্গা দেখতে পাওয়ার পর আবাসিকদের সন্দেহ হয় গতরাতেই ফের চুরির ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।এদিকে পরপর দু রাতে সরকারি আবাসনের পাচঁটি ফ্ল্যাটে ভয়াবহ চুরির ঘটনায় এই আবাসনের বাসিন্দারা তো বটেই শহরবাসীও রীতিমত আতঙ্কিত।