সোমনাথ মুখার্জি লাউদোহা :-দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় ফুটবল ময়দানে হয়ে গেল তৃণমূলের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়, পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি,এডিবির ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ ।
আজকের এই সভায় দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে বলেছেন 'যে এই এলাকার মানুষের সঙ্গে বেইমানি করেছেন তার স্থান এখানে নেই ।তাই গত বিধানসভা ভোটে তাঁকে পরাজিত হতে হয়েছে।'
এছাড়াও সুজিতবাবু এলাকার তৃণমূলের বুথস্তরের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন তৃণমূলের একেবারে নিচু স্তরের যাঁরা কর্মী তাদের অক্লান্ত চেষ্টায় পরিশ্রমে আজ দল এই স্থানে পৌঁছেছে ।দলের নেতা ছাড়াও একেবারে নিচের স্তরের কর্মী তাদের প্রচেষ্টায় দল এগিয়ে যাবে আগামী দিনেও ।