নীলেশ দাস ,আসানসোল:-আসানসোল দক্ষিণ থানার অন্তগত করপোরেশন মোড় সংলগ্ন ট্রাফিক সিগন্যালে নাটকীয় ভূমিকায় দেখা গেলো গণেশ সাধু নামের এক ব্যক্তিকে। জানা যায় যে আসানসোল মহিশিলার বাসিন্দা গণেশ আজ ধানবাদ থেকে বাড়ি ফেরার সময়, করপোরেশন মোড় সংলগ্ন ট্রাফিক সিগন্যালের সামনে পুলিশ তার গাড়ির কাগজ পত্র দেখতে চাইলে।
তিনি বলেন খাবার খাওয়ার টাকা নেই তো গাড়ির কাগজ কোথা থেকে বানাবো। জানা গেছে যে তার কাছে তার বাইকের বৈধ কাগজপত্র ছিলো না। পুলিশ দেখতে চাইলে সে কাগজপত্র দেখাতে না পারার কারণে নাটকীয় ভাবে জি টি রোডের ওপর শুয়ে পড়ে।
আরোপড়ুন:- ছট পুজোকে কেন্দ্র করে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল পুরনিগমে
আর এঘটনার জেরে শনিবার দুপুর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয় করপোরেশন মোড় জি টি রোডে। আর তার জেরেই চরম সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ থেকে অফিস যাত্রীরা।এদিকে এঘটনার জেরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে।