নীলেশ দাস আসানসোল:-পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা ইতিমধ্যে শেষ হয়েছে। কয়েক দিন পর শুরু হচ্ছে ছটপূজা।তাই কোভিডি বিধি মেনে ভিড় নিয়ন্ত্রণে রাখতে আগে থেকে সতর্ক হয়ে পড়েছে পুরনিগম।এই পরিস্থিতিতে আজ আসানসোল পুরনিগমের সভাগৃহে অনুষ্ঠিত হলো ছটপূজা কে কেন্দ্র করে এক জরুরি বৈঠক।
মূলত ছটপূজার ভিড়কে নিয়ন্ত্রণে আনতে আগে থেকেই সব রকম ব্যাবস্থা গ্রহণ করেছে পুরনিগম। স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখতে,অপরিস্কার জায়গা না থাকা ও রাস্তাঘাট নদী ঠিক থাক রাখার জন্য আসানসোল পুরনিগমের পুরপ্রশাসক অমরনাথ চ্যাটার্জীর নেতৃত্বে আজ এক আলোচনা সভা করা হয়। ছট পূজা নিয়ে এই বৈঠকে সাফাই আধিকারিক, ইঞ্জিনিয়ার, স্বাস্থ্য আধিকারিক ও পুরনিগমের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।