নিজস্ব প্রতিনিধি:- গ্রামের বুথে বুথে ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। গোটা রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলাতেও কোভিডের গ্রাফ উদ্ধমুখী। এখনো বহু মানুষ কোভিড ভ্যাকসিন পায় নি। এই অবস্থায় অভিনব উদ্যোগ গলসির ১ নম্বর ব্লকে। প্রতি বুথে ভ্যানসিনের শিবির করার উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন ও পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
এই উদ্যোগে সামিল হয়েছে পুলিশ প্রশাসনও। সফল ভাবেই এই কাজ চলছে বলে জানান পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ফারুক হোসেন। প্রতিদিনই স্বাস্থ্যকর্মীরা এলাকার কোন কোন বুথে ভ্যাকসিনেশনের কাজ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম, মানকর, লোয়া কৃষ্ণরামপুর, বুদবুদ ও চাকতেঁতুল অঞ্চলের বিভিন্ন গ্রামের বুথে শিবিরের আয়োজন করা হয়।
আরোপড়ুন:-পূর্ব বর্ধমানের রায়নায় বাস দুর্ঘটনায় আহত ৭ জন
ভ্যাকসিনের শিবিরের আগের দিন ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি কুপন পৌঁছে দিচ্ছেন এলাকার আশা কর্মীরা। সেই কুপন নিয়ে স্থানীয় শিবিরে গিয়ে সহজেই ভ্যাকসিন পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। বাড়ির কাছে ভ্যাকসিন শিবির হাওয়ায় উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। তাছাড়া তাদের যাতায়াত খরচ সাশ্রয় থেকে হয়রানি বন্ধ হয়েছে।