নিজস্ব প্রতিনিধি:- পূর্ব বর্ধমানের রায়না থানার মীরেপোতায় বাস দুর্ঘটনায় আহত ৭ জন। তাদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর, আহতদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে বর্ধমান কাইতি রুটের একটি বাস বর্ধমানে যাবার পথে মীরেপোতায় উলটে যায়।
জানা গেছে, বাসের পাতি ভেঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারায়।এরপর একটি ইলেক্ট্রিক পোলে ধাক্কা মেরে নয়ানজুলিতে পরে যায়।বাসে থাকা ৪৪ জন যাত্রীর মধ্যে ৭ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও যান চলাচল স্বাভাবিক করে।