নিজস্ব প্রতিনিধি :- বিলুপ্ত প্রায় আদিবাসী কোঁড়া ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি ও সংরক্ষণের ব্যবস্থা সহ ১৬ দফা দাবীতে বর্ধমানের কার্জনগেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন।
মঙ্গলবার বর্ধমানের উৎসব ময়দান থেকে পদ যাত্রা করে কার্জনগেট চত্ত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিনের বিক্ষোভ সমাবেশে পূর্ব বর্ধমান জেলা ছাড়া ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের লোক জন উপস্থিত ছিলেন। পুরুষ,মহিলা সহ শিশুরাও এদিনের মিছিলে অংশগ্রহণ করেন বলে জানান পূর্ব বর্ধমান জেলা কমিটির প্রেসিডেন্ট জগনাথ কোড়া।
আরো পড়ুন:- গ্রামের প্রতি বুথে ভ্যাকসিন শিবিরের আয়োজন পূর্ব বর্ধমানের গলসিতে
তিনি বলেন ভারত বর্ষের ৪০ টি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এটি একটি সম্প্রদায়। পূর্ব বর্ধমান জেলায় এই সম্প্রদায়ের এক থেকে দেড় লক্ষ মানুষ বসবাস করছে।যেসস্ত বিদ্যালয়ে ৫০ শতাংশ আদিবাসী ছাত্র ছাত্রী আছে সেই সব বিদ্যালয়ে তাদের ভাষা পঠন পাঠনের দাবী জানানো সহ আদিবাসী মাতৃভাষাকে অষ্টম তফসিল ভুক্ত সংবিধান স্বীকৃতি দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।