প্রতীকী ছবি |
গত সেপ্টেম্বরের শেষদিকে সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ কমান্ডার সালিম আবু-আহমাদকে নিকেশের কথা জানায় পেন্টাগন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরের কাছে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় তাঁর।রিগসবি আরও বলেন, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা আমেরিকা এবং আমাদের মিত্রদের জন্য হুমকি। এই গোষ্ঠীটি সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছে।
আরো পড়ুন:- তাইওয়ানে চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: জো বাইডেন
দফায় দফায় আল কায়দা জঙ্গি দমনে অভিযান চালিয়েছে আমেরিকা। সিরিয়ার একাধিক জায়গায় ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমেরিকা। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন অঞ্চলে আল কায়দার হামলার ছক, অর্থ সংগ্রহ ও হামলার মূল চক্রী ছিল এই আল কায়দা নেতা আবদুল হামিল আল মাতার।আফগানিস্তানে তালিবান শাসন বহাল হওয়ার পর সিরিয়ায় মার্কিন ড্রোন হানায় আল কায়দার শীর্ষ জঙ্গি নেতার মৃত্যু অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।