Type Here to Get Search Results !

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতার মৃত্যু

প্রতীকী ছবি
ওয়েবডেস্ক:- সিরিয়ায় নিকেশ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ জঙ্গি নেতা।  পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জন রিগসবি জানিয়েছেন সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা আবদুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন।’তিনি বলেন, আল-কায়েদার এই শীর্ষ নেতাকে হত্যার ফলে সন্ত্রাসী সংগঠনটির আরও হামলার চক্রান্ত ও বিশ্বব্যাপী হামলা চালানোর ক্ষমতা অনেকটাই কমে যাবে।

গত সেপ্টেম্বরের শেষদিকে সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ কমান্ডার সালিম আবু-আহমাদকে নিকেশের  কথা জানায় পেন্টাগন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরের কাছে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় তাঁর।রিগসবি আরও বলেন, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা আমেরিকা এবং আমাদের মিত্রদের জন্য হুমকি। এই গোষ্ঠীটি সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছে।

আরো পড়ুন:- তাইওয়ানে চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: জো বাইডেন 

দফায় দফায় আল কায়দা জঙ্গি দমনে অভিযান চালিয়েছে আমেরিকা। সিরিয়ার একাধিক জায়গায় ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমেরিকা। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন অঞ্চলে আল কায়দার হামলার ছক, অর্থ সংগ্রহ ও হামলার মূল চক্রী ছিল এই আল কায়দা নেতা আবদুল হামিল আল মাতার।আফগানিস্তানে তালিবান শাসন বহাল হওয়ার পর সিরিয়ায় মার্কিন ড্রোন হানায় আল কায়দার শীর্ষ জঙ্গি নেতার মৃত্যু অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad