তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ডাকাতির উদ্যেশে জড়ো হওয়া ৫জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে শনিবার ভোর রাত্রে কাঁকসার বেল ডাঙ্গার কাছে ওই ডাকাত দল টি জড়ো হয়ে ছিলো ডাকাতির উদ্দেশ্যে।
পুলিশের টহলরত গাড়ি তাদের দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের কথায় অসঙ্গতি দেখে তাদের তল্লাশি চালায় পুলিশ।উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও একটি কার্তুজ এবং ধারালো অস্ত্র।এর পরেই কাঁকসা থানার পুলিশ ওই পাঁচ জনকে গ্রেফতার করে।
আরোপড়ুন:- মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতার মৃত্যু
কাঁকসার বেল ডাঙ্গা সংলগ্ন অমৃত কারখানার কাছে তারা জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।ধৃতরা হলো কাঁকসার আড়ার বাসিন্দা সন্দীপ গোপ ও জগন্নাথ মেটে, দুর্গাপুরের মামড়ার বাসিন্দা সঞ্জু সাধুখাঁ,কাঁকসার মাস্টার পাড়ার বাদিন্দা এম ডি মিলন,গোপালপুরে বাসিন্দা কার্তিক বাড়ুই।শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ