নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- সিঁধ কেটে মিষ্টির দোকানে চুরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আরাডাঙ্গা বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়। মিষ্টান্ন ব্যবসায়ী মনিরুল হক খান জানান রাতের অন্ধকারে দোকানের সিড়ি ঘরের পিছন দিয়ে দেওয়াল কেটে দোকানের ভেতরে ঢোকে।
খাদ্য সামগ্রী সহ নগদ প্রায় ৬ হাজার টাকা ক্যাশ কাউন্টার থেকে লুট করে দুষ্কৃতীরা। এর পাশাপাশি আরাডাঙ্গা বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে খেজুরহাটি বাজারে একটি গ্যাসের দোকানে চুরির উদ্দেশ্যে দোকানের তালা ভেঙ্গে দোকানের ভেতরে ঢোকে চোরের দল।
দোকানের ভেতরে থাকা ক্যাশ কাউন্টার ভাঙা হয়। গ্যাসের দোকানের মালিক জানান চুরির উদ্দেশ্যে দোকানে ঢুকলেও কিছু না পেয়ে খালি হাতে তারা ফেরত চলে যায় তবে তারা চুরির উদ্দেশ্যেই দোকানের ভেতরে ঢুকে ছিল।খণ্ডঘোষ থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন।