কারণ কোন উচ্চ স্তরের নেতা মন্ত্রী বা নেতৃত্ব স্থানীয় কোন বিজেপি কর্মী তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তাই একরকম আতঙ্কে দিন কাটছে বিজেপির তৃণমূল স্তরের কর্মীদের।এদিন তেমনি এক অভিযোগ নিয়ে লিখিত আকারে বীরভূম জেলার বিজেপির সম্পাদক ডঃ অনুপম হাজরার কাছে এসে হাজির হন বেশকিছু বিজেপি কর্মী।
বীরভূমের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে গতকাল বেশ কিছু নিচুতলার বিজেপি কর্মী বীরভূমের বিজেপির কেন্দ্রিয় সম্পাদক ডঃ অনুপম হাজরার শান্তিনিকেতনের সীমান্ত পল্লীর বাড়িতে এসে তাদের যে ক্ষোভ তা প্রকাশ করেন।
যদিও তাদের বিভিন্ন কথা শুনে বিজেপি নেতা অনুপম হাজরা তাদেরকে আশ্বাস দেন আগামী ৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সঙ্গে তার বৈঠক আছে, সেখানেই তিনি এই সমস্ত ক্ষোভ-বিক্ষোভের কথা তুলে ধরবেন বলে তাদেরকে জানিয়েছেন।
আরো পড়ুন:- কাঁকসার মনোজ পল্লীতে এক ব্যক্তির বাড়ির ইলেকট্রিক মিটার বক্স-এ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়
অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বীরভূম জেলার রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটাল এক অনুষ্ঠানে অংশগ্রহনকালে সাংবাদিকদের মুখোমুখি হতে তাকে প্রশ্ন করা হলে, তিনি ভৎসনা সুরে বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে চলে যান, পাশাপাশি বিজেপির নেতাকর্মীদের 'গরু' 'ছাগল' বলে কটাক্ষ করেন, বিজেপি নেতা অনুপম হাজরা কে পুনরায় দলে না নেয়ার ভৎসনা সূচক ইঙ্গিত দেন।