নীলেশ দাস ,আসানসোল:-আসানসোলের মহিশীলায় শিমুলতলায় উত্তরাখন্ডে মৃত শ্রাবণী চক্রবর্তীর মরদেহ পৌচ্ছালো।শনিবার দমদম বিমানবন্দর থেকে শবদেহ বোঝাই গাড়ি করে তার মরদেহ শিমুলতলার বাড়িতে পৌচ্ছায়।শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।
আরো পড়ুন:- আসানসোলে ধৃত ভুয়ো DSP
জানা গিয়েছে দিন কয়েক আগে উত্তরাখন্ড বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত হয় মহিশীলার শিমুলতলার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর।শনিবার উত্তরাখন্ড থেকে বিমানে করে কোলকাতার দমদম বিমানবন্দরে মরদেহ পৌচ্ছায়।এরপর শবদেহ বোঝাই গাড়ি করে শ্রাবণী চক্রবর্তীর মরদেহ শিমুলতলার বাড়িতে পৌচ্ছায়।মরদেহ আসার পর কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবার ও পরিজনেরা।