নীলেশ দাস, আসানসোল:- আসানসোল এখন মিনি মুঙ্গের দাবি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর।আসানসোলের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক দাবিতে শনিবার এক সাংবাদিক সম্মেলন করলো বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিন আসানসোলের গোধূলি মোড়ে অবস্থিত তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন।
আর এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আমরা এই আসানসোল দেখতে চাইনি। পুলিশ আগে মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো, এখন সেই কাজ থেকে সরে এসেছ তারা। তিনি বলেন সরকারের উচিত পুলিশ প্রশাসনকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া।
পাশাপাশি তিনি আরো বলেন আগে আসানসোল কলকাতার সঙ্গে পাল্লা দিতো, কিন্তু এখন তা 'মুঙ্গেরের' সঙ্গে পাল্লা দিচ্ছে। আসানসোল এখন 'মিনি মুঙ্গের' হয়ে গেছে। তাই এর বিরুদ্ধেই তাদের লড়াই। তিনি বলেন পুলিশের অভিলম্বে উচিত আসানসোল শহরের বুকে গজিয়ে ওঠা নিষিদ্ধ মাদকদ্রব্য, অলিগলিতে গজিয়ে ওঠা অস্ত্র কারখানার পাশাপাশি সমস্ত বেআইনি কাজ বন্ধ করা।
আরোপড়ুন:- উত্তরাখন্ডে দুর্ঘটনায় মৃত শ্রাবণী চক্রবর্তীর মরদেহ পৌচ্ছালো আসানসোলের মহিশীলায়
তিনি আরো বলেন এই বেআইনী জিনিষ গুলো ধ্বংসের পথে চালিত করছে আমাদের যুব সমাজকে। অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তিনি।