নীলেশ দাস ,আসানসোল:- এক ভুয়ো DSP কে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ।ধৃতের নাম কৌস্তব ব্যানার্জি।শুক্রবার রাতে আসানসোল স্টেশন সংলগ্ন 13 নং মোড় থেকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে ধৃত কৌস্তব ব্যানার্জি সাধারণ মানুষদের কাছে নিজেকে পুলিশের DSP পরিচয় দিয়ে এবং তাদের ভয় দেখাতো। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধৃত কৌস্তব ব্যানার্জি একজন ECL কর্মী ।