সোমনাথ মুখার্জি, লাউদোহা :- তড়িদাহত হয়ে মৃত্যু বছর ২৪ এর এক যুবকের । মৃত যুবকের নাম দোলন ঘোষ। এ ঘটনায় তার বাবা প্রহ্লাদ ঘোষ (৫৫)গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি । ঘটনাটি দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের চন্দ্র ডাঙ্গা গ্রামের । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে । স্থানীয় সূত্রে জানা যায় বছর তিনেক আগে দোলনের বিয়ে হয়, তার একটি দেড় বছরের পুত্রসন্তান রয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায় সকালবেলায় বাড়ির বিদ্যুতের কাজ করছিলেন দোলন ঘোষ সেই সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয় দোলন ঘোষ, সেই সময় তার বাবা সেই দৃশ্য দেখে ছেলেকে বাঁচাবার চেষ্টা করতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে যান । দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারেরা দোলন ঘোষ কে মৃত বলে ঘোষণা করেন । পুজোর মুখে এরকম মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গ্রামে। মৃত যুবকের দেহ ফরিদপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।