শুভময় পাত্র, বীরভূম:- শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সৌজন্যে বোলপুর মহকুমা হাসপাতালে আয়োজিত হতে চলেছে প্রখ্যাত ও বিশেষজ্ঞ চিকিত্সকদের উপস্থিতিতে ও সহায়তায় বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির।
প্রাত্যহিক ওপিডি ব্যবস্থাপনার পরিপূরক হিসাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিভিন্ন ধরনের রোগীদের জন্য বিশেষধরনের ব্যবস্থাপনা থাকবে। এই কর্মসূচি চলবে ৫, ৭ ও ৮ই সেপ্টেম্বর। এলাকার সাধারণ মানুষকে যে ধরনের চিকিৎসার জন্য বাইরে যেতে হয়, তার অনেকটাই সুরাহা হবে।
শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে যুক্ত অধ্যাপক-অধ্যাপিকা, বিভাগীয় প্রধানগন ও অন্যান্য বিভিন্ন বিভাগের ডাক্তারগণ এবার থেকে নিয়মিত ভাবে রোগী দেখবেন বলে, প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী মলয় পীট জানালেন।
বোলপুর মহকুমা হাসপাতাল ও সুপার-স্পেশালিটি বিভাগের সঙ্গে এই অভিনব উদ্যোগ বীরভূম জেলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে আশা করা যায়।
এই বিশেষ ধরনের ব্যবস্থাপনার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে।এটা সকলের কাছে খুবই আনন্দের যে, শারদোৎসবের প্রারম্ভেই এলাকার মানুষ এই সুবিধা পাবে।