নীলেশ দাস ,আসানসোল:-দেশের তিন কালা কৃষি বিল বাতিলের দাবিতে গত দেড় বছর ধরে দিল্লিতে আন্দোলন চলছে দেশের কৃষকরা। আর উত্তরপ্রদেশে সেই কৃষক আন্দোলন চলার সময় মন্ত্রীর ছেলের গাড়িতে চাপা দিয়ে হত্যা করা হয় কয়েকজন আন্দোলনরত কৃষকদের বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে সোমবার দেশ জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছিলো সংযুক্ত কৃষাণ মোর্চা।
আর তারই অঙ্গ হিসাবে এদিন আসানসোলে পথ অবরোধে সামিল হয় সংযুক্ত কৃষাণ মোর্চার কর্মীরা। আর এবিষয়ে এদিন গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি বার্নপুর শাখার সাধারণ সম্পাদক সুরেন্দার সিং বলেন। উত্তরপ্রদেশের কৃষক হত্যার প্রতিবাদে এদিন তারা ৩০ মিনিট এই পথ অবরোধে সামিল হয়। পাশাপাশি ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় তারা।