নীলেশ দাস ,আসানসোল:-আবারও ইসিএলের মধ্যে খুনের অভিযোগ উঠলো এক নিরাপত্তা রক্ষীকে। জানা গেছে কুনুষ্টরিয়া এরিয়ার বাশড়া রেলওয়ে সাইডিংয়ের ৩১ বছরের এক নিরাপত্তা রক্ষীর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় সোমবার সকালে। আর এঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর মৃত ওই নিরাপত্তারক্ষীর নাম মনোজ চৌহান। তার বাড়ি অন্ডাল থানার জামবাদ বেনিয়াডি বলে জানা গেছে। এদিকে এদিন মৃত নিরাপত্তা রক্ষীর পরিবারের সদস্যদের অভিযোগ কয়লা চুরিতে বাধা দেওয়ায় তাকে কুপিয়ে খুন করা হয়েছে।
এদিন সকাল পৌনে ৭টা নাগাদ অন্যান্য নিরাপত্তারক্ষীরা মনোজকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ইসিএল প্লান্টের মধ্যে। পড়ে তারা ম্যানেজমেন্টকে খবর দিলে তারা ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা জন্য। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং।
ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ। আর এই খুন নিয়েই এদিন বিধায়ক হরেরাম সিং বলেন 'এমন নৃশংস ঘটনা আগে এই এলাকায় ঘটেনি। পাশাপাশি তিনি বলেন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে মৃত ওই ব্যক্তির পরিবার কোম্পানির সব সুযোগ সুবিধা পাবে।'এই ঘটনায় সোমবার বিকালে পুলিশ এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে।