তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-গত কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে কাঁকসার সিলামপুরে একাধিক বাড়িতে দামোদর নদের জল ঢুকে প্লাবিত হয় বেশ কিছু এলাকা।বেশ কিছু বাড়ির ভিতরে দামোদরের জল ঢুকে প্লাবিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছিল।
শনিবার সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দাদের বর্তমান পরিস্থিতির খবর নিতে আসেন দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী,কাঁকসা ব্লকের বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য,কাঁকসা থানার আইসি অর্ণব গুহ,আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চয়নিকা পাল,কাঁকসা ব্লকের যুব তৃণমূলের সভাপতি কুলদীপ সরকার সহ অন্যান্যরা। যে সমস্ত এলকার বাসিন্দারা ক্ষতিগ্রস্থ হয়েছেন সেই সমস্ত বাসিন্দাদের কে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।
মহকুমা শাসক জানিয়েছেন আগের থেকে জল অনেকটাই কমেছে।এখন আর ভয়ের কিছু নেই। এলাকায় জল ঢুকে কিছু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ মানুষদের যতটা পরিমান সম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে।তবুও নজরে রাখা হয়েছে।