নিজস্ব প্রতিনিধি:- মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আজ মেমারি-১ ব্লকে একটি প্রাক-শারদীয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মেমারি বিধানসভার বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি জাতীর জনক মহত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। এদিন ক্লাবের পক্ষ থেকে মধুসূদনবাবুর জীবনীর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র তুলে ধরা হয়। ব্লকের বর্তমান কর্মীদের সাথে সাথে অবসরপ্রাপ্ত কর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিন এখানে কর্মীরা গান, নাচ, কবিতা পরিবেশন করেন। উপস্থিত ছিলেন মেমারি-১ ব্লকের বিডিও তথা রিক্রিয়েশন ক্লাবের সভাপতি ডা. আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহকারি সভাপতি সেখ মোয়াজ্জেম, রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই প্রমুখ।
সকাল থেকে নানান অনুষ্ঠানের পর সকলে মিলে একত্রে খাওয়াদাওয়া করেন। একটা পূণর্মিলন অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রাক শারদীয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।