নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- 'বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের কথা ডিভিসি কর্তৃপক্ষকে ভাবতে হবে।'এদিন পূর্ব বর্ধমানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এই কথা বলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন দুপুরে তিনি বর্ধমান শহরে এসে পৌছান। এরপর রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ ও সভাধিপতি শম্পা ধাড়া সহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে। এরপর তিনি টাউনস্কুলে ত্রাণ সামগ্রী যেখানে রাখা হয়েছে সেখানে যান।দুটি ত্রাণ সামগ্রী নিয়ে গাড়ি কাটোয়া মহকুমার দিকে রওনা দেয়। মন্ত্রীরাও কাটোয়া যাচ্ছেন।
এখানে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের কর্মীরা বানভাসিদের পাশে দাড়াচ্ছেন। আজকের কর্মসূচি তারই অঙ্গ। দলের কর্মীরা সব জায়গায় ঝাপিয়ে পড়েছেন। তিনি আরো বলেন ,এক জায়গায় বসে সমাধানের কথা রাজ্য সরকার বারবার বলেছে।
কিন্তু,রাতের অন্ধকারে একতরফা জল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে কোথায় সাধারণ মানুষের কী কী ক্ষতি হয়েছে প্রশাসনিক বিষয়গুলি প্রশাসনিক স্তরে দেখা হবে।আপাতত দলনেত্রীর নির্দেশে তারা মানুষের পাশে দাড়াতে চাইছেন।