তনুশ্রী চৌধুরী,পানাগড়:-গলসী ১নং ব্লকে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন উদ্যোগে কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের সহযোগিতায় ৭তম নক আউট ফুটবল খেলা উৎসব শুভ উদ্বোধন করলেন মাননীয়া ,পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আশরাফুদ্দিন মন্ডল ।এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় 16 টি টিম নিয়ে প্রতিযোগিতা শুরু হল। আগামী 21 তারিখে নকআউট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরে 50 জন মহিলা রক্ত দান করেছেন।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমুল কংগ্রেস SC ও OBC সেলের সদস্য সুন্দর পাসোয়ান, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক মেহেবুব মন্ডল, জেলার তৃনমুল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী,,গলসী ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী,,গলসী ১নং ব্লকে SC ও OBC সেলের সভাপতি স্বপন কুমার বাউরী,গলসী ১নং ব্লকে জয় হিন্দ বাহিনের সভাপতি কালিপদ দে,গলসী ১নং ব্লক ছাত্র পরিষদ সভাপতি তাপস সোম,গলসী ১নং ব্লকে পঞ্চায়েত সমিতির প্রত্যেকটি কর্মাধ্যক,গলসী ১নং ব্লকে প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ ব্লক ও অঞ্চলের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন ।