নীলেশ দাস আসানসোল:-পানীয় জলের দাবিতে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ বাসিন্দাদের। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে আসানসোলের হীরাপুরের নাকরাসোতার বাসিন্দারা। আর তাই সোমবার পানীয় জলের দাবিতে আসানসোল পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখায় তারা। 'যেখানে দিন যায় আর রাত যায় জলের দেখা নাই।' এই স্লোগান যুক্ত প্লাকাট হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় ওই এলাকার বাসিন্দারা।
আর এবিষয়েই এদিন স্থানীয় মানুষদের বক্তব্য দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন আসানসোল পৌরনিগমের ৯৭ নম্বর ওয়ার্ড নাকড়াসোতা গ্রামের বাসিন্দারা। কখনো এই এলাকায় জল আসে কখনো, আবার আসেনা। তবে এবার পুজোর সময় পানীয় জল না পাওয়ায় কলসী ও পোস্টার হাতে নিয়ে ওই এলাকার সমস্ত বাসিন্দারা উঠে এসে বিক্ষোভ দেখায়, পানীয় জলের দাবিতে।
বিক্ষোভ করার পর একটি স্বারক লিপি দেয় বাসিন্দারা। প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে স্বারক লিপি দেওয়ার পর আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন তারা।
আরো পড়ুন:- আসানসোলের হিরাপুর থানা এলাকায় অস্ত্র কারখানার হদিশ
অন্যদিকে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,বেশির ভাগ পি এইচ ই পানীয় জল সরবরাহ করে থাকে। এতদিন আমাদের জানা ছিলো না। যদিও সেখানে পরিদর্শন করার পরেই জানা যাবে। আমরা চাইবো পৌর নিগমের মাধ্যমে কি ভাবে এই পানীয় জল দেওয়া যায় তাই ব্যাবস্থা করবো বলে জানান তিনি।